স্টাফ রিপোর্টার
চান্দগাঁও থানার পুলিশ বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশ মামলার ৫ আসামী গ্রেফতার
অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/মুহাম্মদ মুছা, এএসআই/ হাছান আহমেদ সঙ্গীয় ফোর্স সহ ইং ০৬/০৫/২০২৫ তারিখ রাত ০৩:২০ ঘটিকার সময় চান্দঁগাও থানাধীন বহদ্দারহাট এলাকায় পরিচালনা করিয়া আসামীদের আটক করা হয়,
আসামিরা হল: ১। মোঃ শিপন (২৮), পিতা-মোঃ আবুল কালাম, মাতা-নুর বানু, সাং-ফুল বাগিছা, আহম্মদ মিস্ত্রীর বাড়ী, ২নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-খাজা রোড, খালাশী পুকুর পাড়, সিকদার বাড়ী, বাদশা কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
২। মোঃ রাসেল (২৪), পিতা-মোঃ সোলাইমান, মাতা-আমেনা বেগম, সাং-খাজা রোড, সাবান ঘাটা, ছবু সওদাগরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৩। মোঃ শাকিল (২১), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-শিরিন আক্তার, সাং-খাজা রোড, পাক্কা দোকান, নীলার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৪। মোঃ সেলিম (২০), পিতা-মোঃ মীর হোসেন, মাতা-মল্লিকা বেগম, সাং-খাজা রোড, পাক্কা দোকান, নুরুউল্লাহ বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৫। মোঃ সাইফুল (৩৩), পিতা-মোঃ ইদ্রিস, মাতা-মঞ্জুরা বেগম, সাং-হামিদচর, তালুকদার বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদেরকে গ্রেফতার করা হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন,।