1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

আনোয়ারায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন , পেপে গাছ ও সবজি খেত নষ্ট করে দিয়েছে দুর্বত্তরা

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

 

‎ রুপম দত্ত  – আনোয়ারা

আনোয়ারায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন , পেপে গাছ ও সবজি খেত নষ্ট করে দিয়েছে দুর্বত্তরা

চট্রগ্রামের আনোয়ারায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭  লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। পাশাপাশি পুকুর পাড়ে প্রায় শতাধিক পেপে গাছ কেটে এবং পুকুর পাড়ে চাষ করা বিভিন্ন সবজী ফসল  নষ্ট করে দেওয়া হয়েছে।

‎গত   বুধবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার দক্ষিন হাজি গাঁও গ্রামের  হাকিম আলীর বাড়ীর  আবুল কাশেমের  পুকুরে এ ঘটনা ঘটে।

বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৭ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে এবং পুকুর পাড়ে লাগানো পেপে গাছের পেপে ও বিভিন্ন প্রজাতির সবজী নষ্ট করে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কাশেম  বলেন, প্রায় দেড় কানি  জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি। এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি।পাশাপাশি পুকুর পাড়ে শতাদিক পেপে গাছ ও বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে ছিলাম। দুর্বৃত্তরা আমার সব কিছু শেষ করে দিয়েছে। এতে আমার প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েঋে।

‎তিনি আরো জানান,বেশ কয়েকদিন আগে  স্থানীয়  জসিম সহ আরো কয়েক জনের নামে আমি থানায় একটি অভিযোগ করে ছিলাম। আমার ধারণা তাতে তারা ক্ষিপ্ত হয়েই তারা আমার এই ক্ষতি করেছে।

‎এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।

‎আনোয়ারা থানা   ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন  বলেন, এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট