1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

আমায় একটি সুন্দর দিন দাও। সুন্দর ও সঠিক পথে চলার দিন,

  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

লেখক
ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরী, ইএমই
হারবাং, চকরিয়া, কক্সবাজার
তারিখঃ ২১ ফেরুয়ারি ২০২৫ ইং

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

যেখানে নেই কোন হিংসা,
নেই কোন অহংকার।
নেই কোন বাধা ও অভিশাপ।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

যেখানে নেই কোন পরাধীনতা,
আছে শুধু স্বাধীনতা ও বেঁচে থাকার দিন।
অন্যায় আর অত্যাচার মুক্ত দিন।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

ঘর থেকে বেরিয়ে,
খোলা আকাশে-বাতাসে।
মাঠে-ঘাটে বেড়িয়ে,
আনন্দচিত্তে, নিশ্চিন্তে।
মায়ের বুকে ফিরে আসার দিন।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

বিধাতার এই সুন্দর ধরা,
যেখানে রয়েছে অজস্র প্রেম-ভালোবাসা।
আদর-স্নেহ, হাসি আর আনন্দে ভরা।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

একটি কলুষিত মুক্ত দিন।
দ্বিধা নাহি করি পরিহিত সাধিতে,
ভোগেই সুখ নেই, তবে সুখ ত্যাগেতে।
তাই পরহিত সাধিতে,
পারি যেন আপন জীবন ত্যাগিতে।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

একটি সন্ত্রাস মুক্ত দিন।
ঘর থেকে হাসি-মুখে বেরিয়ে,
লাশ হয়ে আর ঘরে ফিরবো না।
কারো চোখের জল আর ঝরবে না।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

মানুষ মানুষের জন্য,
তাই মানুষ হয়ে মানুষেরই উপকার করার দিন।
শত্রুতা, হিংস্রতা সবকিছু ভুলে গিয়ে।
সবায় ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে,
কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করার দিন।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

দেশ ও দশের সেবায়,
আত্ম নিয়োগ করার দিন।
সবকিছু ভুলে গিয়ে,
সত্য ও ন্যায়ের শপথ করার দিন।
একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার দিন।
সেই দিন।।

আমায় একটি সুন্দর দিন দাও।
সুন্দর ও সঠিক পথে চলার দিন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট