1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :

অপহরণ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও হুমকি দাতাদের আইনানুগ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

অপহরণ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও হুমকি দাতাদের আইনানুগ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

 

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপহরণ মামলার আসামীদের সুস্থ তদন্ত করে দ্রুত গ্রেফতার ও হুমকি দাতাদের আইনানুগ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সোহেল উদ্দিন। ০৩ই নভেম্বর বান্দরবান জেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী জানান,গত ২১/০৮/২০২৪ ইংরেজি তারিখে বান্দরবান থেকে কেরানিহাট হয়ে কক্সবাজার নিজ কর্মস্থলে যাওয়ার সময় সাতকানিয়া রাস্তার মাথা হইতে তাকে একটা গাড়িতে করে অপহরণ করা হয়েছে, প্রথমে সে মনে করেছে যাত্রীবাহী গাড়ি কিন্তু গাড়িতে ওঠার পরে তাকে ছুরি ধরে চিৎকার না করার জন্য জিম্মি করে এবং চোখ বেধে নিয়ে যায়।

সোহেল উদ্দিন এর স্ত্রী নাদিয়া সুলতানা মীম, ঠিকানা-মল্লিক সোবাহান চৌধুরী পাড়া ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদ উপজেলা লোহাগাড়া জেলা চট্টগ্রাম এবং নাদিয়া সুলতানা মীম এর পিতা ফরিদুল আলম মাতা জোৎস্না আক্তারের নির্দেশে   ১। সেতু চাকমা, পিতা- অজ্ঞাত ২। শাহিন শাহ্ আফ্রিদি, পিতা-নাছির উদ্দিন ৪নং ওয়ার্ড বাজালিয়া স্টেশন উপজেলা সাতকানিয়া জেলা চট্টগ্রাম।

অজ্ঞাত আরো দুই জন ছিলেন। ঘটনার ১৪ দিন পরে দোহাজারি ব্রীজের উপর ফেলে চলে যায়।ওখানকার স্থানীয় কিছু লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে উক্ত হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসা সেবা শেষে বিভিন্ন প্রশাসনিক সহযোগিতার জন্যে বিভিন্ন সময় যাওয়ার পরে কোন সুরাহা হয়নি কারন বিষয়টি তিন জায়গায় ঘটনা ঘটেছে একপর্যায়ে বান্দরবান আদালত লিগ্যাল অফিসে অভিযোগ দিলে তারা    ভুক্তভোগীর শশুর বাড়ির লোকজনকে সমাধানের নিমিত্তে ডাকলে আসেনি,

সমাধানের জন্য এর বান্দরবান লিগ্যাল অফিস এবং চট্টগ্রাম বিজ্ঞ আদালতে একটা মামলা দায়ের করার পরামর্শ দেন  যার সি আর  মামলা নং ৬৭৮ সাতকানিয়া।
যেটা আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI)এর কাছে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

ভুক্তভোগী আরো জানান, ঘটনার সুত্রপাত হয়েছে তার শশুর বাড়ি থেকে তার স্ত্রী বাপের বাড়ি বেড়াতে যাওয়ার পরে আর আসতে চাইছেনা কোন কারণ ছাড়া বিভিন্ন ভাবে তাদের সাথে বসে সমাধান করতে চাইলে তারা বসতে রাজি হয়নি বা বিভিন্ন জায়গায় সমাধানের জন্য ডাকা হলে আসেনি।শশুর বাড়ির লোকজন বিভিন্ন সময় তাকে টাকার জন্য হুমকি দিচ্ছে হত্যা, গুম ইত্যাদি। চট্টগ্রাম আদালতে মামলা করার পরেও এই পর্যন্ত তিনবার মারার জন্য  আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সোহেল উদ্দিন। জীবনের নিরাপত্তার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছে এবং মামলার  দ্রুত সুস্থ তদন্ত করে আসামিদের গ্রেফতার ও হুমকি দাতাদের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেসক্লাব সদস্য কৌশিক দাশ গুপ্ত,সদস্য মুহাম্মদ আলী, আজকের দর্পন প্রতিনিধি শহিদুল ইসলাম,মো: সাইফুল ইসলাম,মো:
জুয়েল হোসেন। এছাড়াও সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান সমন্বয়ক আসিফ ইকবাল, ছাত্র প্রতিনিধি হাবীব আল মাহমুদ, মো:রমজান, মহিউদ্দিন, মিজবাহ উদ্দীন প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট