ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যুগান্তরের প্রতিনিধি সহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির মামলা
বিশেষ প্রতিনিধি
. ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে যুগান্তরের প্রতিনিধি সহ ৬ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানিকর মামলা দায়ের হয়েছে । উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের ইতালি প্রবাসী গোলাম মোস্তফার স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় সিআর-১০২২/২৪ এ মামলা দায়ের করেন।
. অভিযুক্তরা হলেন, উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল মতিন এর ছেলে কথিত সাংবাদিক গোলাম কিবরিয়া ও তার সহযোগী ভাই আব্দুল হান্নান, হরষপুর ইউনিয়নের সাহিদ সিরাজীর ছেলে ও যুগান্তর বিজয়নগর প্রতিনিধি কামরুল হাসান শান্ত, মেড্ডা এলাকার জানু মিয়ার ছেলে ইয়াছিন মাহমুদ গং ।
. ভুক্তভোগী রুমা আক্তারের জানান, স্বামী গোলাম মোস্তফা প্রবাসে থাকার সুযোগে ১নং আসামি (দেবর) গোলাম কিবরিয়া প্রায় সময় তাকে যৌন হয়রানি করত। এসব নিয়ে বিভিন্ন সময় এলাকায় সালিশও হয়েছে। দেবর গোলাম কিবরিয়া সাংবাদিকতার কার্ড ঝুলিয়ে আমাকে প্রায় সময়ই মারধর সহ ভয় ভীতি দেখিয়ে যৌন হয়রানি করত। তার এই আচরণে অতিষ্ঠ হয়ে আদালতে মামলা করি, মামলার তদন্ত পিবিআই এর সত্যতার রিপোর্ট আদালতে পৌঁছলে ১নং আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। উক্ত গ্রেফতারি পরোয়ানা তামিল করার লক্ষ্যে বিজয়নগর থানার এসআই ইউনুছ ও এএসআই আব্দুল করিম আসামি গ্রেফতার করাকে কেন্দ্র করে আসামির পক্ষ নিয়ে কথিত সাংবাদিকগণ তাদের নিজ নিজ মিডিয়াতে সংবাদ প্রচার না করার নিমিত্তে চাঁদা দাবী করেন । আমি চাঁদা প্রদান না করায় মামলা কে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার মামলার দ্বায়িত্বরত এএসআই আব্দুল করিম এর সাথে পরক্রিয়ার নাটক সাজিয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন ।
. এ বিষয়ে মামলার বাদী রোমা আক্তার জানান, আমার স্বামী প্রবাসে থাকার সুবাদে তাদেরকে মোটা অংকের চাঁদা না দেওয়ায় যুগান্তর প্রতিনিধির নেতৃত্বে ওই সকল লোকজন আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করেছেন ।