আমান উল্লাহ দৌলত
এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানার পুলিশ বিশেষ অভিযানে ১ চোরসহ ২ সিএনজি উদ্ধার।
চান্দগাঁও থানা পুলিশের অভিযানে সিএনজি চোর চক্রের সক্রিয় ০১ জন সদস্য গ্রেফতার এবং ০২ টি চোরাই সিএনজি উদ্ধার।
বাদী আব্দুল্লাহ আল মামুন (৩৬) পেশায় সিএনজি ড্রাইভার। গত ১৭/১০/২০২৪ তারিখ বেলা অনুমান ১২:১০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন মোহরা কাপ্তাই রাস্তার মাথা সিএনজি স্টেশন শাহ পরান পুষ্প বিতানের সামনে রাস্তার উপর হইতে বাদী তাহার চালিত সিএনজি, যাহার রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১৩-১০৯২, যাহার মূল্য অনুমান-৩,৫০,০০০/- (তিনলক্ষ পঞ্চাশ হাজার) টাকা গাড়ীটি আসামী মোঃ মোরশেদ আলম সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী চুরি করিয়া নিয়া যায় মর্মে এজাহারের ভিত্তিতে চান্দগাঁও থানায় মামলা নং-১৫(১০)২৪ রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহেদয়ের সার্বিক তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) স্যারের দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার(পাঁচলাইশ জোন) জনাব মোঃ আরিফ হোসেন, অফিসার ইনচার্জ, চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব ছবেদ আলী নেতৃত্বে এসআই (নিরস্ত্র)মোঃ মোমিনুল হাসান ও মামলার তদন্তকারী অফিসার এসআই (নিঃ)সুমন বড়ুয়া শাপলা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সাড়াশি অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাটের সামনে হইতে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ মোরশেদ আলম (২৮) কে ১৭/১০/২০২৪খ্রিঃ তারিখ গ্রেফতার করেন এবং তাহার হেফাজত হইতে ০২ টি সিএনজি, যাহার রেজিঃ নং যথাক্রামে-চট্টগ্রাম-থ-১৩-১৮১০ ও চট্টগ্রাম-থ-১৩-১০৯২ উদ্ধার করেন।
উদ্ধারকৃত চোরাই সিএনজিঃ
১) ০১ টি সিএনজি, যাহার রেজিঃনং-চট্টগ্রাম-থ-১৩-১৮১০।
২) ০১ টি সিএনজি , যাহার রেজিঃনং-চট্টগ্রাম-থ-১৩-১০৯২।
*গ্রেফতারকৃত আসামীঃ*
*মোঃ মোরশেদ আলম (২৮),* পিতা-খোরশেদ আলম, মাতা-রোজিনা আকতার, সাং-নোয়াপাড়া, মোকার দীঘির পাড়, ছালে ইঞ্জিনিয়ারের বাড়ী, ৫নং ওয়ার্ড, ১৩নং নোয়াপাড়া ইউপি, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম।