শেখ শহিদুল ইসলাম মিঠু. খলনা
আজ রোববার ১৩ ই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন মধ্য দিয়ে হবে বাঙালি সনাতন ধর্ম অবলম্বী দের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গা উৎসব তবে শনিবার ১২ অক্টোবর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে মন্দির মন্ডপে শেষ হয়েছে দুর্গাপূজার শাস্ত্রীয় সব পূজা অর্চনা দশমী তিথি একসঙ্গে হওয়ায় একই দিনে শেষ হলো দুর্গাপূজার মূল আয়োজন পুরোহিত নির্মল চক্রবর্তী বলেছেন হিসাব মতে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার মহা নবমী ষষ্ঠীর দিন থেকে হিসেব করলে ছিল চতুর্থ দিন তবে এবার পঞ্জিকার হিসাবে তিথি চক্রে ছিল জটিলতা ষষ্ঠী থেকে শুরু করে প্রতিটি তিথি ই শেষ হয়েছে দিনের শুরুতে কখনো বা সূর্যোদয়ের সাথে সাথে তিথি অনুযায়ী ভোরে নবমী শেষে সকাল ৯ টার মধ্যই শাস্ত্রীয় ভাবে দেবী দুর্গা দর্পণ বিসর্জন অর্থাৎ বিজয় দশমী আরেক পুরোহিত সুবল চক্রবর্তী বলেছেন শুক্রবার পূজা মন্ডপে সকালে পুনে ৮,টার মধ্য মহা অষ্টমীর বিহিত পূজা মন্ডপের সাথে সাথে সন্ধি পূজা হয় শনিবার ভোর ৬, টা১২, মিনিটের মধ্য নবমী তিথি হওয়ার অধিকাংশ পূজা মন্ডপের গতকাল শুক্রবার মহা অষ্টমীর পর দুপুরেই মহানবমীর বিহিত পূজা শেষে যোগ্গা অনুষ্ঠান সম্পন্ন হয় আজ রবিবার শাস্ত্রীয় বিসর্জন মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা