ডক্টর ইউনুস সরকার
ডক্টর ইউনুস সরকার
গাজী মাজহারুল ইসলাম
ভালোবাসার মুক্তাঙ্গনে
সেতুর মতো বন্ধন,
বিবেক বোধের সেই বন্ধনে
ইউনুসের প্রয়োজন।
যেভাবে জল জলের মতো
নদীতে বয়ে যায়,
যেভাবে ফুল ফুলের দিকে
সুদৃষ্টিতে তাকায়।
বড়ো কঠিণ ভালোবাসা
দেশ গড়ার কারিগর,
সারা বিশ্ব মানব মুক্তির
শ্রেষ্ঠতম এক বর।
পৃথিবীর বৈশ্বিক জলবায়ু
নিরোসনে দরকার,
বাংলাদেশের অন্তবর্তী
ডক্টর ইউনুস সরকার।
তিন শূণ্যের এই পৃথিবীতে
ইউনুস চাই সমাধান,
মা-মাটি মানুষের জন্য
তিন শূণ্যে তাঁর বয়ান।
মেলবন্ধনে দায়িত্ব যার
সেই উদ্ভাবনাকার,
বিশ্ববাসির অভিনন্দন
ডক্টর ইউনুস সরকার।