নিউজ ডস্ক
অনলাইন প্রশিক্ষণ দিয়েছে নতুন মাত্রা “ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ,।
মোঃ সোহরাব হোসাইন, প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ। গত ৩ বছর ধরে অসংখ্য মানুষকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছেন মোঃ সোহরাব হোসাইন, ২০২২ সাল তার চোখে একটা পরিবর্তনেরও বছর। দৈনিক এখন বার্তাকে দেয়া সাক্ষাতকারটিতে তিনি নানা বিষয় তুলে ধরেন।
তিনি বলেন, ‘কোভিড-১৯ এর পর থেকেই সবাই ই-লার্নিংয়ের দিকে মনোযোগী হয়। আমাদের অনলাইন সেশন গুলোতেও উদ্যোক্তাদের আগ্রহ দেখতে পাই প্রচুর। বিভিন্ন প্লাটফর্মে বাসায় বসে অনলাইন কোর্সে তরুণরা স্কিল বাড়ানোর সুযোগ পেয়েছে এবং পাচ্ছে।
আমরা সম্প্রতি আমাদের অসংখ্য তরুণকে ফ্রি প্রশিক্ষণ কর্মশালার টানা ১০৮০ টানা ইতিহাস গড়েছি। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোন দিন টানা ১০৮০ দিন প্রতিদিন নির্দিষ্ট কন্টেন্ট দিয়ে কোন ট্রেনিং কর্মশালা ফ্রিতে করেন।
ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ, ১০টি বিষয়ে স্কিলস শেখানো ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ কর্মশালার প্লাটফর্ম। মাত্র ১০ জন তরুণদের নিয়ে এই সামাজিক ও শিক্ষামূলক কাজের উদ্যোগ ৩ বছর আগে নিলেও এখন এটি একটি প্রতিষ্ঠান।’
৩টি বিষয় নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম ‘ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ’। বিষয়গুলো হলো
১. উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ১৮০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায় উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২. মূল্যবোধ, লিডারশীপ, ১০টি বিষয়ে স্কিলস ও একজন ভালমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩. ভলান্টিয়ারিং এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম।
বাংলাদেশের ৬৪ জেলা ও অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশীসহ অসংখ্য তরুণ-তরুণীদের ৬টি ব্যাচের মাধ্যমে ১০৮০টা কন্টেন্ট দিয়ে টানা ১০৮০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক, মূল্য বোধ, ভলান্টিয়ারিং ও ১০টি স্কিলস নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে।
করোনার এই ভয়াবহ সময়ে যখন সবাই তাদের বিজনেস নিয়ে চিন্তিত, অনেকের সেল প্রায় বন্ধ তখন ‘ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ’ তাঁদের উদ্যোক্তাদের জন্য নিয়ে এলো একটা অপার সুযোগ ও সম্ভাবনা, আবার ঘুরে দাঁড়ানোর! একই সঙ্গে সুযোগ করে দিল ক্রেতাদের জন্য অনলাইনে কেনাকাটার। ‘আজকের ব্যার্থ উদ্যোক্তাই আগামীর সফল উদ্যোক্তা’ এই স্লোগানে বেশ জমে উঠেছে এই অনলাইন বিজনেস।
প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত অনলাইন কেনাকাটা হয়ে থাকে। গত ৬ টি ব্যাচে অনলাইনে অসংখ্য উদ্যোক্তা পন্য সেলস করে সাবলম্বী হয়েছে, যার জন্য কাউকে মার্কেটিং বা স্টল বাবদ এক টাকাও খরচ হয়নি। মোঃ সোহরাব হোসাইন বলেন, আমাদের ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ সারা দেশে ১০৮টি সুপার শপ হবে। এই শপ গুলো তৈরিতে আমরা সবসময়ই উদ্যোক্তাদের পাশে থাকার অঙ্গীকারাবদ্ধ।’
৭ম ব্যাচ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে প্রথম জানুয়ারি ২০২৫ থেকে। আগামীতে উদ্যোক্তাদের আরো অনেক সুযোগ সুবিধা জন্য কাজ করছে ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ। এবং উদ্যোক্তাদের জন্য চালু হতে যাচ্ছে অনলাইন ই-কমার্স সাইট www.nationalecommerce.com.bd
ন্যাশনাল ই-কমার্স অফ বাংলাদেশ গ্রুপে যুক্ত হওয়ার ঠিকানা- https://www.facebook.com/groups/necbd/?ref=share&mibextid=NSMWBT