সৈনিকের আত্মত্যাগ
লেখক
ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরী, ইএমই
আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।
যত প্রকার কলাকৌশল
অস্ত্র-শস্ত্র আর গোলাবারুদ।
সবইতো বিজয়ের নিশান,
যুদ্ধে মোদের জীবন গড়া, গেয়ে যাই গান।।
আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।
বলি দিতে পারি সদা,
আমারই শ্রেষ্ঠ ধন, আপন জীবন।
ত্যাগিতে পারি আমি আরও,
প্রানের চেয়ে প্রিয় যে জন।।
আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।
জল, স্থল ও আকাশ পথে,
শত্রুর প্রতি আঘাত হানতে।
লড়ে যাবো বীরবিক্রমে জীবন পণে।
ধ্বংস করবো শত্রুর যত বাঁধা বিঘ্ন।।
আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।
শত্রু সদা হুশিয়ার।
অন্যায় আর অত্যাচার, ভেঙে করবো চুরমার।
দেশ শত্রু মুক্ত করে, নবীন রাষ্ট্র গঠন করে।
উড়াবো স্বাধীন বিজয়ের নিশান।।
আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।
শত্রুর বুলেটের আঘাতে, আমার জীবন অবসানে।
যদি গঠিত হয় একটি স্বাধীন দেশ।
আমি হবো ধন্য, মহিমান্বিত ও গৌরবান্বিত।
আমার আত্মা পাবে তৃপ্তি ও স্বস্তি, দেশ হবে স্বাধীন।।
আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।