1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

সৈনিকের আত্মত্যাগ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

সৈনিকের আত্মত্যাগ

লেখক
ওয়ারেন্ট অফিসার (অবসরপ্রাপ্ত সেনাসদস্য) মোহাম্মদ মনছুরুল ইসলাম চৌধুরী, ইএমই

 

আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।

যত প্রকার কলাকৌশল
অস্ত্র-শস্ত্র আর গোলাবারুদ।
সবইতো বিজয়ের নিশান,
যুদ্ধে মোদের জীবন গড়া, গেয়ে যাই গান।।

আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।

বলি দিতে পারি সদা,
আমারই শ্রেষ্ঠ ধন, আপন জীবন।
ত্যাগিতে পারি আমি আরও,
প্রানের চেয়ে প্রিয় যে জন।।

আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।

জল, স্থল ও আকাশ পথে,
শত্রুর প্রতি আঘাত হানতে।
লড়ে যাবো বীরবিক্রমে জীবন পণে।
ধ্বংস করবো শত্রুর যত বাঁধা বিঘ্ন।।

আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।

শত্রু সদা হুশিয়ার।
অন্যায় আর অত্যাচার, ভেঙে করবো চুরমার।
দেশ শত্রু মুক্ত করে, নবীন রাষ্ট্র গঠন করে।
উড়াবো স্বাধীন বিজয়ের নিশান।।

আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।

শত্রুর বুলেটের আঘাতে, আমার জীবন অবসানে।
যদি গঠিত হয় একটি স্বাধীন দেশ।
আমি হবো ধন্য, মহিমান্বিত ও গৌরবান্বিত।
আমার আত্মা পাবে তৃপ্তি ও স্বস্তি, দেশ হবে স্বাধীন।।

আমি সৈনিক, আমি যোদ্ধা।
দেশ ও দশের তরে নিবেদিত প্রান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট