সীতাকুণ্ডে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম: সীতাকুণ্ড থানার একাধিক মামলার আসামি বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতা সাদাকাত উল্লাহ মিয়াজীকে শুক্রবার (আজ) সন্ধ্যায় নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।
ইতিপূর্বে কয়টি মামলা রয়েছে, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত