1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :

অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে দুইটি মোটরসাইকেল পেল পুলিশ, 

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

 

সাহাবুউদ্দিন চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে লুটের আগ্নেয়াস্ত্র পুকুরে ফেলা হয়েছে। এ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার এক আসামির কাছ থেকে তথ্য পেয়ে অস্ত্রের সন্ধানে বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে জাল ফেলে পুলিশ।

তবে জালে আগ্নেয়াস্ত্র নয়, উদ্ধার হয়েছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। সোমবার (৪ নভেম্বর) দুপুরে এই অভিযান চালায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, ‘তথ্য ছিল পুকুরের মধ্যে অস্ত্র এবং থানা থেকে লুট করা অস্ত্র ও বিভিন্ন মালামাল আছে। তবে জাল ফেলে পাওয়া গেছে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল। তবে মোটরসাইকেল দুটি অক্ষত নেই। এগুলো ভাঙচুর করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল।’

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘সোমবার ভোরে এক আসামিকে গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে পুকুরে জাল ফেলে পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পাহাড়তলী থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এই থানা থেকে ৩৫টি মোটরসাইকেল লুট করা হয়েছে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন সিএমপি’র ৮ থানা ও ফাঁড়িতে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র, গুলি, আলামতের মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট