1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

চকরিয়ায় মসজিদের পুকুরে গোসলে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

আব্দুল হামিদ চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। এতে দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের অল্যার বাপের পাড়া জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

মার যাওয়া দুই শিশু হল-ওই এলাকার স্বপন মিয়ার ছেলে ও সিকদারপাড়া জয়নাল আবেদীন দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন সামির (১১) এবং একই এলাকার মো. শাহাব উদ্দিনের ছেলে ও সাহারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো. আল ফয়েজ মিশকাত (১১)।

অল্যার বাপের পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের জানান, দুপুর ১২টার দিকে দুই শিশু মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে জোহরের আজান হলে মুসল্লিরা অযু করতে পুকুরে যায়। পুকুরের ঘাটে কাপড় দেখা গেলেও কাউকে দেখা না যাওয়ায় তাদের সন্দেহ হয়।

পরে ডুবন্ত এক শিশুর মাথা দেখতে পায় তারা। এ সময় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন। পরে আরো এক শিশুর সন্ধান না পাওয়ায় এক ঘন্টা পর পুকুরে জাল ফেলে মিশকাতের লাশ উদ্ধার করা হয়।

পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সামিরের মা-বাবা দুইজনই চট্টগ্রামে গার্মেন্ট এ চাকরি করতো। সে সুবাদে নানীর কাছে থেকে সে মাদ্রাসায় পড়ালেখা করতো। এদিকে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারে চলছে আহাজারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট