ফ্যাসিস্ট ব্যবস্থাকেও বিদায় দিতে চাই : জোনায়েদ সাকি
নাসির উদ্দীন গাজী
ফ্যাসিস্ট ব্যবস্থাকেও বিদায় দিতে চাই: সাকি
ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে, আমরা বাংলাদেশের মানুষ এখন ফ্যাসিস্ট ব্যবস্থাকেও বিদায় দিতে চাই।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির তৃতীয় কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছর ক্ষমতা দখল করে ছিল। এক শেখ হাসিনার পরিবারের সহযোগীরা ১৭ মিলিয়ন ডলার পাচার করে দিয়েছে।
এ দেশের প্রায় ৯৩ বিলিয়ন ডলার, কেউ কেউ বলছেন ১০০ বিলিয়ন ডলারের বেশি পাচার করা হয়েছে।
তিনি বলেন, দেশের জিডিপি ৫০০ বিলিয়ন ডলার।
এর মধ্যে ১০০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। একটি সরকার রাষ্ট্রশক্তি ব্যবহার করে অর্থনীতি কতটা ফোকলা করে দিতে পারে, তা আমরা দেখেছি।
তিনি আরও বলেন, ৫৩ বছরেও আমরা আমাদের নাগরিকদের জন্য সাম্য তো দূরের কথা, ন্যূনতম সুযোগের সমতা দেখিনি। আমাদের নাগরিকদের কোনো মর্যাদা দেখিনি। এ দেশের মানুষ কোনো ন্যায়বিচার পায়নি।
জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষ সুযোগের সমতা, সাম্য চায়, নাগরিক-মানবিক মর্যাদা চায়। পরিচয় যাই হোক না কেন রাষ্ট্র তার মর্যাদা নিশ্চিত করবে।
গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপতি তাসলিমা আখতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, বিশিষ্ট গবেষক ও উন্নয়নকর্মী মাহীন সুলতান, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেখক ও শিক্ষক নাভিন মুরশিদ, নারী আন্দোলন ও উন্নয়নকর্মী সীমা দাস শিমু, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ প্রমুখ।
সমাবেশে থেকে ১৮ দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য, শ্রমিকদের হাজিরা বোনাস, টিফিন ও নাইট বিল, ন্যূনতম মজুরি বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা, বকেয়া মজুরি পরিশোধ, মামলা প্রত্যাহার, বৈষম্যবিহীন নিয়োগ, শ্রম আইন সংশোধন ইত্যাদি।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত