চট্টগ্রামের খুলশীতে সজিব জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে একটি জুস কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরের খুলশী থানা এলাকার সজিব জুস ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আমরা সজিব জুস ফ্যাক্টরিতে আগুন লাগার খবর জানতে পারি। পরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত