চাঁদা আদায়ে বাধা দিয়ে খুন হলেন লেগুনাচালক
মন্জুর হোসেন শাহিন
চাঁদা আদায়ে বাধা দিয়ে খুন হলেন লেগুনাচালক
ঢাকা: রাজধানীর রামপুরায় ছুরিকাঘাতে হাসান (২২) নামে এক লেগুনাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরেক চালক নুরে আলম (২৩)।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
আহত নুরে আলম জানান, হাসানের মতো তিনিও লেগুনাচালক। রামপুরা-বনশ্রী থেকে খিলগাঁও-মাদারটেক যাত্রী পরিবহন করতেন তারা।
বেশ কয়েকদিন ধরে ইমন নামে এক ব্যক্তি লেগুনা স্ট্যান্ডে চাঁদা দাবি করে আসছিলেন।
তিনি বলেন, আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রিজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই।
এ সময় তারা হাসানকে ছুরিকাঘাত করলে আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করেন। এরপর তারা পালিয়ে যান।
হাসান পরিবারের সঙ্গে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকতেন। নিজের লেগুনা নিজেই চালাতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসানের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত