1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

লক্ষ্মীপুরে সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় আইনজীবীসহ গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

 

মোশাররফ হোসেন – লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সেনাসদস্যের ওপর হামলার ঘটনায় আইনজীবীসহ গ্রেপ্তার ৩
লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সেনাসদস্য মঞ্জুরুল আলমের ওপর হামলা চালিয়ে তাকে আহত করার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী মঞ্জুরুল আলম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান, তার ভাই মোসলেহ উদ্দিন জিকু ও জামাল উদ্দিন পিকু। তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।

গ্রেপ্তার রিগ্যান, জিকু ও পিকু শিবপুর গ্রামের মৃধ্যা বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে। অভিযুক্ত অন্যরা হলেন- শাকিল হোসেন, আব্বাস উদ্দিন, আলাউদ্দিন রিংকু, আবদুল্লাহ, রহিম, সুমন ও রাজু। তারা গ্রেপ্তারকৃতদের আত্মীয় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এজাহার সূত্র জানায়, বাদী মঞ্জুরুল আলম মৃধা বাড়ির শাহ আলমের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন। অভিযুক্ত রিগ্যানদের সঙ্গে মঞ্জুুরুল আলমদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধীয় জমিতে অভিযুক্তরা দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সুপারি গাছে ওঠে। এ সময় মঞ্জুরুল আলম ঘটনাস্থল গেলে অভিযুক্তরা তার ওপর হামলা করে। তাকে অভিযুক্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এছাড়া তার ভাই ও মাসহ আরও ৩ জনকে পিটিয়ে আহত করে অভিযুক্তরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, সেনা সদস্যের ওপর হামলার ঘটনার মামলায় আটক ৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গ্রেপ্তারকৃতদের আটক করে সেনাবাহিনী আমাদের থানায় সোপর্দ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট