1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

ফিল্মি স্টাইলে মীরসরাইয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ 

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

 

হামিদা সুলতানা মনি

ফিল্মি স্টাইলে মীরসরাইয়ে একটি রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মীরসরাই পৌর সদরে অবস্থিত মীরসরাই ক্যাফেতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, এ সময় রেস্টুরেন্টে থাকা কাস্টমারদের মারধর ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।

রেস্টুরেন্টের ম্যানেজারের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় মাস্ক পরিধান করে ১৫ থেকে ২০জনের একটি দল রেস্টুরেন্টে প্রবেশ করে এলোপাতাড়ি ভাঙচুর করতে থাকেন। তাদের হাতে লাঠিসোটা ও চাইনিজ কুড়াল ছিল। তারা ক্যাশবাক্স থেকে নগদ ৬০ হাজার টাকা, কাস্টমারদের থেকে তিনটি মোবাইল ফোন ও কম্পিউটার হার্ডডিস্ক খুলে নিয়ে যান।’

মীরসরাই ক্যাফের রেস্টুরেন্ট মালিক সাফায়েত ইশতিয়াক জানান, এই ঘটনায় রেস্টুরেন্টের তিন লাখ টাকা মূল্যের মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, মীরসরাই ক্যাফে নামের একটি রেস্টুরেন্ট ভাঙচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এখনো লিখিত কোনো অভিযোগ দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট