বিজয়নগরে পুলিশের উপর মিথ্যাচার
নিজস্ব সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের উপর মিথ্যা প্রচারের অভিযোগ উঠেছে। জানা যায, উপজেলার রসুলপুর গ্রামের ধর্ষনের চেষ্টা মামলার আসামী গ্রেফতারকে কেন্দ্র করে দায়িত্বরত পুলিশ অফিসার এএসআই আব্দুল করিম এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের কাতার প্রবাসী গোলাম মোস্তফার স্ত্রী রুমা আক্তার (৩০) ঘরে একা থাকার সুবাদে, প্রায় সময়ই দেবর সাংবাদিক গোলাম কিবরিয়া (২৬) তাকে যৌন হয়রানি করতো। বিভিন্ন সময় এসব নিয়ে সালিশও হয়েছে। এনিয়ে রুমা আক্তার ৩০ এপ্রিল (মঙ্গলবার) ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে দর্শন চেষ্টা মামলা করেন। মামলা নং ৭৫/২৪।
বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আদেশ দেন।
তদন্তের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্ত গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণনের চেষ্টা গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং তামিলের জন্য গত ৬ অক্টোবর (শনিবার) রাত ২টায় বিজয়নগর থানার এস আই ইউনুস ও এ এস আই আব্দুল করিম তাকে গ্রেফতার করেন।
এ বিষয়ে এএসআই আব্দুল করিম জানান, ওই মহিলার সাথে আমার কোন সম্পর্ক নেই। চাকুরী করার সুবাদে বিভিন্ন সময় মানুষ সহযোগিতার জন্য কল করে থাকে। আমি এই মিথ্যা সংবাদ এর তীব্র নিন্দা জানাচ্ছি।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত