1. info@ekhon.online : দৈনিক এখন : দৈনিক এখন
  2. info@www.ekhon.online : দৈনিক এখন :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :

মিয়ানমার আর্মির হেফাজতে থাকা ১৬বাংলাদেশী জেলেকে ফেরত আনলো ২বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

 

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)

মিয়ানমারের আরাকান আর্মির হেফাজতে থাকা ১৬ বাংলাদেশী জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ ২বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্নেল মো.মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
ফেরত আসা জেলেরা হলেন,কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা প্রামের মৃত হোসেন আহমেদের ছেলে মোঃ ইসমাইল (২৭), কক্সবাজার সদরের মৃত কেফায়েত উল্লাহর ছেলে আব্দুল হাফেজ (২৮),মৃত হাবিবুর রহমানের ছেলে আজিজুর রহমান (৪৫), মৃত অলি আহমদের ছেলে আবু হেনা (৪০),মৃত ঠান্ডু মিয়ার ছেলে আলী (৪০), মোস্তাকের ছেলে আরাফাত (৩০), তোফাজ্জলের ছেলে মোঃ হেলাল (২৮),মৃত নূর মোহাম্মদের ছেলে আমান উল্লাহ (৫০),মোঃ ওয়ারেজের ছেলে নবী হোসেন (২৮), মৃত মুকবুল আহমেদের ছেলে মোঃ সলিমুল্লাহ (৪৫), মৃত আমির হোসেনের ছেলে মোঃ ইউনুস (৫২),মোহাম্মদের ছেলে মোঃ সাগর (২২), আলী আকবরের ছেলে মোঃ সেলিম (২৮), মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মদ (২৭) এবং মৃত মুকবুল হোসেনের ছেলে রহিম উল্লাহ (৫২) ও মোঃ জয়নাল (৫৫)।
মঙ্গলবার(১৫অক্টোবর) দুপুর ১টার দিকে জেলেদের ফেরত আনা বিষয়ে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক লে.কর্নেল মো.মহিউদ্দীন আহমেদ জানান,গত (২৮সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট থেকে ১৬জন জেলে একটি ট্রলারযোগে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। গত ৫ অক্টোবর সন্ধ্যায় তিনটি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসী/ডাকাতদল উক্ত জেলেদের ওপর মারধর করে তাদেরকে ট্রলারের ডেকের ভিতরে বন্দী করে রাখে।গত ৭ অক্টোবর ভোরে সন্ত্রাসীদল জেলেদেরকে বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়।পরে জেলেরা মিয়ানমারের আরাকান আর্মির নিকট স্বেচ্ছায় আত্মসমর্পণ করে।জেলেরা প্রায় ৬দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে অবহিত করেন।আরাকান আর্মির সাথে আলোচনার পর সোমবার সন্ধ্যা বিজিবির একটি প্রতিনিধিদল নাফনদীর শূন্যরেখা যায়।আলোচনার পর ১৬জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি।এদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক এখন-২০২৪, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট