তানতিনা আক্তার উর্মি
চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন।
জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন।
গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।
গেলবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কম।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত