মোঃ মেহেরাজউদ্দীন মিন্টু লামাঃ
বান্দরবানের আলীকদমে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাজোন কমান্ডার বিএ-৭৬১৩ লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি (অধিনায়ক ৩১ বীর)
বৃহস্পতিবার (১০ অক্টোবর, ২০২৪ ইং) সন্ধ্যা ৭ ঘটিকার সময় আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম কেন্দ্রীয় হরি মন্দির,নয়াপাড়া বণিক পাড়া সার্বজনীন হরি মন্দির ও শ্রী শ্রী কেন্দ্রীয় লোকনাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক পরিস্থিতি পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান করেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৬১৩ লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি ( অধিনায়ক ৩১ বীর )।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএ-৯১৬৪ মেজর পাভেল মাহমুদ রাসেল (জোনাল স্টাফ অফিসার, আলীকদম সেনা জোন), রুপায়ন দেব , ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আলীকদম উপজেলা, খন্দকার তবিদুর রহমান (ওসি আলীকদম থানা) ও কফিল উদ্দিন (চেয়ারম্যান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদ) এছাড়াও সনাতন ধর্মাবলম্বীর ১৪০ থেকে ১৫০ জন উপস্থিত ছিলেন।
এছাড়াও ও লামা উপজেলার কেন্দ্রীয় হরিমন্দির পূজামন্ডপেও পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ শওকাতুল মোনায়েম, পিএসসি ( অধিনায়ক ৩১ বীর) ও উনার টিম।
বুধবার (০৯ অক্টোবর) রাত ৮টায় লামা কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনায় অন্যদের মাঝে বক্তব্য দেন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত ভট্টাচার্য।
আলোচনা শেষে জোন কমান্ডার মণ্ডপ পরিদর্শন করে কমিটির কাছে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হোসেন চৌং, ৩১ বীর (জোন) উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুর মোর্শেদ মিলন পিএসসি, গজালিয়া ক্যাম্প কমান্ডার (লামা সাবজোন) ক্যাপ্টেন্ট আসাদ, লামা চাম্পাতলী আনসার ব্যাটালিয়ন অধিনায়ক, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম শেখ, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক এম রুহুল আমিন, লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ হীরু, কমিটির গোপন কান্তি দাশ,কাজল কান্তি দাসসহ সনাতনী ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমূখ। পরে জোন কমান্ডার মেরাখোলা পূজা মণ্ডপ পরিদর্শন ও নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য যে, জোন কমান্ডার মহোদয় বলেন, অত্র ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন অঞ্চলে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতার হাত বাড়িয়ে, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন সুদূঢ় করে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বর্তমানের ন্যায় ভবিষ্যতেও বজায় থাকবে।
প্রধান সম্পাদক : মোঃ সাহাবুউদ্দিন, প্রকাশক সম্পাদক : মাসুদ পারভেজ, বার্তা সম্পাদক : ক্বারী আমান উল্লাহ দৌলত
ফোন : +৮৮ ০১৮২৫২৮০৫০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত